Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

নাইজেরিয়ায় বাজার অনুসন্ধানে রাষ্ট্রপতির আহ্বান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৬, ১ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নাইজেরিয়ায় বাজার অনুসন্ধানে রাষ্ট্রপতির আহ্বান

ঢাকা : নাইজেরিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে জানান, নাইজেরিয়ায় বাংলাদেশের প্রথম হাইকমিশনার নিযুক্ত হওয়ায় আবদুল হামিদ কায়কোবাদকে অভিনন্দন জানান।

আবদুল হামিদ বলেন, নাইজেরিয়া ১৮ কোটি মানুষের একটি বিশাল বাজার। সেখানে ওষুধ, তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের মতো বাংলাদেশের পণ্য রফতানির ব্যাপক সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি সেখানে এসব পণ্যের বাজার খুঁজে বের করার জন্য নতুন হাইকমিশনারের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দু’দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য হাইকমিশনারকে উপদেশ দেন। তিনি নাইজেরিয়ায় বাংলাদেশের জনশক্তি রফতানির সুযোগ-সুবিধা অনুসন্ধানের জন্যও নতুন হাইকমিশনারকে পরামর্শ দেন।

কাজী শরীফ কায়কোবাদ নাইজেরিয়ায় তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer