Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

না পারলে দায়িত্বটা আমার কাছে ছাড়েন: বিমান মন্ত্রীকে ফারুকী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ১২ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

না পারলে দায়িত্বটা আমার কাছে ছাড়েন: বিমান মন্ত্রীকে ফারুকী

ঢাকা : বিমানবন্দরের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিমানমন্ত্রীকে এক বছর ছুটি নিয়ে তাকে দায়িত্ব দেয়ার অনুরোধ করেছেন। নিজের ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে অনুরোধ জানান তিনি।

স্ট্যাটাসে ফারুকী লিখেনে, 

‘‘শ্রদ্ধেয় বিমান মন্ত্রী,
সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের `তেইশ` মেরে `চব্বিশ` করে দেয়ার জন্য আপনার অধীনস্থ এক বিমানবন্দরই যথেষ্ট । বিমানবন্দর একটি দেশের চেহারা স্বরূপ । এই স্থানকে লুথা রেখে আপনি সারা দুনিয়ার মানুষের সামনে নিজেকে ডিজিটাল হিসাবে খাড়া করাতে পারবেন না।

সাড়ে আটটায় ল্যান্ড করা যাত্রী যখন সাড়ে দশটায়ও লাগেজ পায় না, তখন বুঝতে হবে আপনার বিমানবন্দর "টাল" হইয়াছে বটে, ডিজিটাল নহে।

আপনি ঐসব বললে হবে না- "আরে ইউনিয়নের জ্বালায় কিছু করতে পারি না।" আপনারা পরাক্রমশালী বিরোধী দলকে `তেরে মেরে ডান্ডা` করে দিতে পারেন ঠান্ডা, আর সামান্য ইউনিয়নকে সোজা করতে পারেন না?

কিন্তু আজ আমি কেবল বকা বাদ্য করতে আসিনি, আজ আমি এসেছি কাজের কথা বলতে, আমি এসেছি বিমান মন্ত্রী হিসাবে নিজের প্রার্থীতা প্রস্তাব করতে। আপনি না পারলে দায়িত্বটা আমার কাছে ছাড়েন । আমি এক বছর নিজের কাজ থেকে ছুটি নিয়া আপনার এয়ারপোর্ট ঠিক করে দিচ্ছি ।
শুভ রাত্রি।’’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer