Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ২৬ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন

ছবি : সংগৃহীত

ঢাকা : ভারতের নয়াদিল্লীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সোমবার ৪৭তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ওই উদযাপন অনুষ্ঠানে হাইকমিশনে কর্মরত বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা, স্টাফ এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তাছাড়া, রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষ থেকে দেয়া বাণী পাঠ করা হয়।

হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এদিন সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় ১৯৭৫ সালে নির্মম হত্যার শিকার বঙ্গবন্ধু ও তার পরিবার এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি বিশেষভাবে প্রার্থনা করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer