Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

নবম ওয়েজ বোর্ড অবৈধ ঘোষণার বিষয়ে রুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭, ২ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নবম ওয়েজ বোর্ড অবৈধ ঘোষণার বিষয়ে রুল

ঢাকা : সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত নবম ওয়েজ বোর্ড কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

নিউজ পেপারর্স ওনার্স অ্যাসোসিয়েশনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এই রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে তথ্যসচিব, শ্রমসচিব ও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিজামুল হক নাসিমকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারীর পক্ষের আইনজীবী ওয়েজ বোর্ডের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাইলে তা নাকচ করে দেন আদালত। সোমবার রুল জারির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। রিট আবেদনে বলা হয়, নবম ওয়েজ বোর্ড তথ্য মন্ত্রণালয় অবৈধভাবে গঠন করেছে। এটা গঠনের দায়িত্ব শ্রম মন্ত্রণালয়ের। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer