Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নবম উইকেটের পতন , বেঁচে গেলেন স্টুয়ার্ট ব্রড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪১, ২১ অক্টোবর ২০১৬

আপডেট: ১১:০১, ২১ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

নবম উইকেটের পতন , বেঁচে গেলেন স্টুয়ার্ট ব্রড

চট্টগ্রাম : তাইজুল ইসলামের করা প্রথম ওভারের প্রথম বলেই লেগ শর্টে দাঁড়ানো মুমিনুল হকের তালুবন্দি হন ক্রিস উকস (৩৬)। ১০১তম ওভারে অাদিল রশিদকে (২৬) নিজের ‍দ্বিতীয় শিকারে পরিণত করলেন বাঁহাতি স্পিনার তাইজুল। সাব্বির রহমানের হাতে ধরা পড়েন তিনি।

দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরতেন রশিদ। প্রথম দিনের পাঁচ উইকেট শিকারি মেহেদি হাসান মিরাজের এলবিডব্লিউর আবেদনে সাড়াও দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান।

এ রিপোর্ট লেখা অবধি স্টুয়ার্ট ব্রড ১০ রানে ব্যাট করছেন। অপর প্রান্তে গ্যারেথ বেটি।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। মোট ৯২ ওভার মাঠে গড়ায়। টেস্ট অভিষেকেই মেহেদি হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে কোণঠাসা হয়ে পড়ে ইংলিশ ব্যাটিং লাইনআপ।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer