Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নদীর দখল ও দূষণরোধে অবদানের জন্য পুরস্কার প্রদানের উদ্যোগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ১১ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নদীর দখল ও দূষণরোধে অবদানের জন্য পুরস্কার প্রদানের উদ্যোগ

ঢাকা : নদীর দখল ও দূষণ রোধে ব্যক্তি ও সংস্থাকে উৎসাহিত করতে জাতীয় পুরস্কার প্রদানের উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের সভা কক্ষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে জাতীয় নদী রক্ষা কমিশনের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বৈঠকে এসব তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ নদী রক্ষায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কারের অন্তর্ভূক্ত হবেন।

পুরস্কার প্রদানের প্রথাটি চালু হলে নদীর দখল ও দূষণরোধে জনগণ উৎসাহিত হবে বলে বৈঠকে জানানো হয়।

এতে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer