Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

নদী পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ৩০ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নদী পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

ঢাকা : নদী পথে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে দূরপাল্লার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ -এর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বাসসকে জানান, সোমবার বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নৌ যান চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তিনি জানান, উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ অবস্থা থাকায় উপকূলীয় অঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন নৌপথে ২৯৫টি জাহাজ চলাচল করে। এরমধ্যে বিআইডিব্লিউটিসি’র ৬টি বড় জাহাজ এসব নৌপথে চলাচল করে থাকে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘মোরা’ আজ সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিঃ মিঃ দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিঃ মিঃ দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫৮০ কিঃ মিঃ দক্ষিণ-দক্ষিণপূর্ব এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫১০ কিঃ মিঃ দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছিল। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer