Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ২৩ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ১৯:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০১৭

প্রিন্ট:

নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

ঢাকা : উদ্বোধনের কয়েক ঘণ্টা পরই ‘খোররামশাহর’ নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান।

শুক্রবার ইরানের রাজধানী তেহরানে একটি সামরিক মহড়ার সময় এই ক্ষেপণাস্ত্রটির উদ্বোধন করা হয়। পরে সেটির পরীক্ষা চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ে (আইআরআইবি) প্রচারিত একটি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত একটি স্থান থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

ওই ভিডিওতে চারটি ভিন্ন কোণ থেকে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বের হওয়ার দৃশ্য দেখানো হয়।

এর আগে শুক্রবার সকালে তেহরানে একটি সামরিক মহড়ায় ক্ষেপণাস্ত্রটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিসহ শীর্ষ কর্মকর্তারা।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer