Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নতুন ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ২৩ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নতুন ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ঢাকা : উত্তর কোরিয়া নতুন এক ধরণের রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে বলে জানাচ্ছে মার্কিন কর্মকর্তারা।

তারা বলছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার জন্য সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক উচ্চবিলাসী এসব পদক্ষেপের ফলে আবারো ওয়াশিংটন-পিয়ংইয়ং এর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছুতে যাচ্ছে।

ট্রাম্প প্রশাসনও এই ইস্যুটিকে ব্যাপক অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে।আন্তর্জাতিক গোষ্ঠীর নিষেধাজ্ঞা সত্ত্বেও, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে একের পর এক পরীক্ষা চালিয়েই যাচ্ছে উত্তর কোরিয়া।

গত মাসে এ নিয়ে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, এ ধরণের ক্ষেপণাস্ত্র তৈরিতে উত্তর কোরিয়া ‘একগুঁয়ে’ মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer