Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে নববর্ষ উদযাপন

সজীব আহমেদ, নজরুর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩০, ১৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে নববর্ষ উদযাপন

ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) ১৪২৪ উদযাপনে লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১৪ এপ্রিল ২০১৭ শুক্রবার সকালে পায়রা উড়িয়ে নববর্ষ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এবং আলেয়া সুরাইয়া মোহীত। এরপরই নববর্ষ উদ্যাপনে প্রধান আকর্ষণ হিসেবে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে পোড়াবাড়ী রাস্তায় গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম। এসময় ট্রেজারার অধ্যাপক এ এম এম শামসুর রহমানসহ অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত), প্রভোস্টগণ, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এসময় ত্রিশাল উপজেলার পুলিশ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন মুখোশ, চরকি, প্যাঁচা, অজগর সাপ, গোখরা সাপ, বাঘ, মহিষ, খরগোশ, বানর, হাতি, ঘোড়া, ব্যাঙ, সরা, একতারা, পাখা, পট চিত্র ইত্যাদি ছাড়াও ঢাক-ঢোল মঙ্গল শোভাযাত্রার আকর্ষণ বাড়িয়ে দেয়।

নতুন বাংলা সনকে স্বাগত জানাতে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত ছিল। পহেলা বৈশাখ ১৪২৪ উদ্যাপন উপলক্ষ্যে গঠিত কমিটির সদস্য-সচিব চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মন (পার্থ) এবং কমিটির অন্যান্যরা সকল কর্মকাণ্ড তত্ত্বাবধান করেন।

এর আগে চৈত্র সংক্রান্তী উপলক্ষ্যে ১৩ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার রাতে চারুকলা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ‘শেখ রাসেল’ খেলার মাঠে ফানুস উৎসব অনুষ্ঠিত হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer