Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির প্রতিবাদী মানববন্ধন

সজীব আহমেদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ২৯ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির প্রতিবাদী মানববন্ধন

ছবি: বহুমাত্রিক.কম

ত্রিশাল (ময়মনসিংহ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি, বিশ্ববিদ্যালয়ে সরস্বতী প্রতিমা ভাংচুর এবং শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আল জাবির’কে হত্যার হুমকি সহ সকল অন্যায়-অবমাননার তিব্র নিন্দা ও প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন করেন।

সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক এ এম এম শামসুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. বিজয় ভূষণ দাস, ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ সাইফুল ইসলাম, চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মন, রেজিস্ট্রার ড. মোঃ হুমায়ুন কবীর, কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম, উপ-পরিচালক জনসংযোগ এস এম হাফিজুর প্রমূখ।

মানববন্ধনে বক্তরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি, বিশ্ববিদ্যালয়ে সরস্বতী প্রতিমা ভাংচুর এবং শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আল্ জাবির’কে হত্যার হুমকি সহ সকল অন্যায়-অবমাননার তিব্র নিন্দা জানান এবং দ্রুতসময়ের মধ্যে সুষ্ঠুবিচারের দাবি জানান। শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধনটি সঞ্চালনা করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সোহেল রানা।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer