Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

নগরের বাইরে হচ্ছে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৭, ২০ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নগরের বাইরে হচ্ছে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল

ঢাকা: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে নগরের বাইরে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার।

মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর এনইসি মিলনায়তনে পাওয়ার এন্ড পার্টিশিপেশন রিসার্স সেন্টার আয়োজিত ‘নগরের দারিদ্রতার চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।

তিনি বলেন, নগর কেন্দ্রিক কর্মসংস্থান শহরের জনসংখ্যার চাপ সৃষ্টির অন্যতম কারণ। শহরের বাইরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে নগরের জনসংখ্যার অতিরিক্ত চাপ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকার অনগ্রসর জনগোষ্ঠীকে দেশের অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর। কাউকে বাদ দিয়ে নয় বরং সকলের সম্মিলিত অংশ গ্রহণের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা বেগবান করতে হবে ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ।
এতে বক্তৃতা করেন অর্থনীতিবীদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দীন আহমেদ এবং ইউএনডিপির কান্ট্রি ডাইরেক্টর নিক বেরেজ ফোর্ড।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer