Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

নওগাঁয় স্কুল ব্যাংকিং মেলা : সঞ্চয় সাড়ে ৫ কোটি টাকা

আব্দুর রশীদ তারেক, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ২২ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নওগাঁয় স্কুল ব্যাংকিং মেলা : সঞ্চয় সাড়ে ৫ কোটি টাকা

ছবি : বহুমাত্রিক.কম

নওগাঁ : নওগাঁ জিলা স্কুল মাঠে শনিবার স্কুল ব্যাংকিং মেলার উদ্বোধন করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার নির্বাহী পরিচালক কাজি ছাইদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন নওগাঁর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন এবং মার্কেন্টাইল ব্যাংক প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আদিল রায়হান। এ সময় জেলায় কর্মরত ৩৩টি ব্যাংকের শাখা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

স্কুল ব্যাংকিং মেলায় নওগাঁ জেলায় দায়িত্বরত ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, এনআরবিসি, ব্যাংক এশিয়া, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউসিবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, পুবালী ব্যাংক, সাউথইষ্ট ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, দি ফার্মার্স ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, রুপালী ব্যাংক, জনতা ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক, অগ্রনী ব্যাংক, উত্তরা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এবি ব্যাংক, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং যমুনা ব্যাংক স্ব-স্ব ষ্টলে তাদের ব্যাংকিং কার্যক্রম প্রদর্শন করে।

অনুষ্ঠানে জানানো হয়, নওগাঁ জেলায় পরিচালিত ৩৩টি ব্যাংকের মাধ্যমে এ পর্যন্ত স্কুল ব্যাংকিং কর্মসূচির আওতায় ছাত্রছাত্রীদের মোট ২৫ হাজার ৫৮৭টি হিসাবে ৫ কোটি ৪৪ লক্ষ ২৫ হাজার টাকা সঞ্চিত হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer