Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ধামইরহাটের সান্তাল হুল দিবস পালন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ৩০ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ধামইরহাটের সান্তাল হুল দিবস পালন

ছবি: বহুমাত্রিক.কম

নওগাঁ : নওগাঁর ধামইরহাটের আদিবাসীরা নানা আনুষ্ঠানিকতায় ১৬২তম সান্তাল হুল দিবস পালন করেছে।

শুক্রবার বিকেলে উপজেলার জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে বাংলাদেশ সিদো কানহু ‘হুল’ বাইসি-নওগাঁ,বিএসবি-বাংলাদেশ সান্তাল বাইসি-নওগাঁ এবং জগদল আদিবাসী যুব সংঘ ধামইরহাটের যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হুল দিবস উদ্বোধন করেন বিএসবি বাংলাদেশ সান্তাল বাইসির সভাপতি প্রভাষক এসসি আলবার্ট সরেন। অনুষ্ঠানের শুরুতে জগৎনগর আদিবাসী কালচারাল সেন্টার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জগদল আদিবাসী স্কুল ও কলেজে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি জীবন হাঁসদা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো.শহীদুজ্জামান সরকার এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, থানা আওয়ামীলীগের সভাপতি মো.দেলদার হোসেন, ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান, জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো.ইলিয়াস আলম, কলেজ শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসসি আলবার্ট সরেন, সহকারী কমিশনার (কাষ্টমস্) সন্তোষ সরেন, ফাদার কর্ণেলিউস মুরমু, সান্তাল সমাজ উন্নয়ন কর্মী যোগেন হাঁসদা, জগদল আদিবাসী যুব সংঘের সভাপতি দিনেশ বাস্কে, আদিবাসী শিক্ষার্র্থী সাবিনা এক্কা, জিল্লুর মার্ডি, মেকানিয়েল টুডু, কুরশীদ পাহান।

অনুষ্ঠানের শুরুতে জগৎনগর কালচারাল সেন্টারে সান্তাল স্কুল উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো.শহীদুজ্জামান সরকার। পরে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer