Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ধনেপাতার পরোটা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ২২ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ধনেপাতার পরোটা

ঢাকা : একঘেয়ে রুটি বা পরোটা খেতে কি রোজ রোজ ভাল লাগে? অথচ হাতের সামনেই সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় কিছু চটপটা খাবার। আজই দেখে নিন ধনেপাতার পরোটা।

উপকরণ:
ময়দা— ২ কাপ
ধনে পাতা— আধ কাপ
পেঁয়াজ— ১টি
নুন— ১ চা চামচ
তেল— ৩ টেবল চামচ
আমচুর— ১ চা চামচ
চাট মশলা— ১ চা চামচ
কাঁচা লঙ্কা— ২টি
মৌরি গুঁড়ো— ১ চা চামচ
দেশি ঘি— ভাজার জন্য

প্রণালী:
ময়দায় নুন, আমচুর, চাট মশলা, ভাজা জিরে গুঁড়ো আর জোয়ান মিশিয়ে নিন ভাল করে। এর পর তেল দিয়ে ভাল করে ময়ান দিন। তাতে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর পর্যাপ্ত পরিমাণে জল মিশিয়ে ময়দা মেখে নিন। এ বার ময়দার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে পরোটা বেলে নিন। চাটু বা ননস্টিক পাত্রে ঘি গরম করে আলতো করে চেপে চেপে পরোটা ভেজে নিন। ধনেপাতার পরোটা পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা টক দই আর কাঁচা লঙ্কার আচার।

আনন্দবাজার পত্রিকা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer