Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ স্যামসাং প্রধানকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১৭:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ স্যামসাং প্রধানকে

ঢাকা : স্যামসাংয়ের প্রধান নির্বাহী লি জে ইয়ংকে দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দুর্নীতির কারণে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করেছে দক্ষিণ কোরিয়ার আদালত।
 
শুনানি শেষে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রসিকিউটররা।
 
দেশটির প্রেসিডেন্ট পার্ক জিওন হাই এর মালিকানাধীন একটি অলাভজনক প্রতিষ্ঠানকে অর্থ প্রদানের অভিযোগ পাওয়া গেছে লির বিরুদ্ধে।

তবে শুনানি শেষে দেশটির সংবাদমাধ্যমকে লি জানান, ‘আমি পুনরায় সত্য কথা বলে এসেছি।’
 
গত জানুয়ারি থেকেই লির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দায়ের করে আসছিল দেশটির অনেকগুলো কোম্পানির উর্ধ্বতন কর্তাব্যক্তিরা। কিন্তু সুনির্দিষ্ট প্রমাণের অভাবে আইনী কোন ব্যবস্থা নেয়া যাচ্ছিলো না বলে জানায় দেশটির আদালত।
 
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার তদন্ত কর্মকর্তারা নতুন করে এ দুর্নীতির কারণ খুঁজতে যেয়ে লিকে পুনরায় জিজ্ঞাসা করার ব্যাপারে একমত হন।
প্রসিকিউশন দাবি করছে, প্রেসিডেন্ট পার্কের সহমালিকানাধীন প্রতিষ্ঠানের অংশীদার চুই সুন সিল ও তার মেয়েকে প্রায় ২ দশমিক ৮ মিলিয়ন ইউরো প্রদান করে স্যামসাং।

এর আগে, এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ডিসেম্বরে দেশটির প্রেসিডেন্ট পার্ক জিওন হাইকে অভিশংসিত করা হয়। বিবিসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer