Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

দ্বিতীয় বারের মত স্থগিত হলো শ্রীফলতলী ইউপি নির্বাচন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৮, ২৮ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দ্বিতীয় বারের মত স্থগিত হলো শ্রীফলতলী ইউপি নির্বাচন

গাজীপুর : সীমানা জটিলতা সংক্রান্ত হাই কোর্টের রিটের প্রেক্ষিতে নির্বাচনের মাত্র ৪দিন আগে দ্বিতীয় বারের মত স্থগিত করা হয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন।

দ্বিতীয় বারের মত নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিঞা।

বৃহস্পতিবার রাতে এ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে ওই ইউপি নির্বাচনের ভোটগ্রহণ সহ সকল প্রস্তুতি সম্পন্ন করলেও হাই কোর্টের এক রিট আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ২০১৬ইং তারিখে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছিল।

এর আগে, গত ৭ জুন ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয়েছিল। একই ধরণের রিট পিটিশনের কারণে ১ম বারের মতো গত ২৫ মে ২০১৬ ইং তারিখে ভোট গ্রহণ সহ নির্বাচনের সকল কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer