Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

‘দ্বার উন্মূক্ত, সময় এসেছে জায়গা করে নেওয়ার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪:০০, ৮ অক্টোবর ২০১৭

আপডেট: ০৪:০৩, ৮ অক্টোবর ২০১৭

প্রিন্ট:

‘দ্বার উন্মূক্ত, সময় এসেছে জায়গা করে নেওয়ার’

ছবি : ফোকাস বাংলা

ঢাকা : অনলাইন গণমাধ্যমের সম্ভাবনার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এর দ্বার এখন উন্মূক্ত, সময় এসেছে তাদের জায়গা করে নেওয়ার। 

শনিবার সন্ধ্যায় রাজধানীর ক্ষিলক্ষেতে হোটেল রিজেন্সিতে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের(বোমা) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংগঠনটি (বোমা) যখন শুরু হয় তখন মনে করেছিলাম-এটা আবার কী? এখন যখন স্মার্টফোনে আধা ঘন্টা পর পর খবর নিতে থাকি, তখন অনলাইন গণমাধ্যমের গুরুত্ব অনুধাবন করি। বলতে পারি এখন এটি মন কেড়ে নিয়েছে। বোমা-ও তাদের উপযুক্ততা প্রমাণ করেছে।’

তবে অনলাইন গণমাধ্যমের কাছে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘এই জায়গায় ভুল তথ্য আসলে আহত হই। অনলাইন গণমাধ্যমে বস্তুনিষ্ঠতায় কম্প্রোমাইজ করার সুযোগ নাই। স্বীকার করতেই হবে এখন প্রিন্ট মিডিয়া যত পাঠক দেখেন অনলাইনে তার চেয়েও বেশি পাঠক দেখে থাকে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বস্তুনিষ্ট খবর তুলে আনবেন। জনগণের উপকারের কথা বলেন। অনলাইন গণমাধ্যমের দ্বার উন্মূক্ত হয়ে গেছে। সময় এসেছে আপনাদের জায়গা করে নেওয়ার।’ 

রোহিঙ্গা সমস্যা সমাধানে অচিরেই মিয়ানমার সফরের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি মিয়ানমারের ইউনিয়ন মন্ত্রী ঘুরে গেছেন। তার আগে আসেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দু’জনই আমাকে মিয়ানমার সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমি নিশ্চয় যাব। সেখানে ৪/৫টি সমঝোতা স্মারক হওয়ার কথা ছিল, কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠিদের ওপর বর্বর নিপীড়নের পর বাংলাদেশে আশ্রিতদের দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর দাবি তুলব।’

তবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবাসনসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার লক্ষে দেশের দ্বীপাঞ্চলে তাদের সাময়িক পুনর্বাসেনের ব্যবস্থা বাস্তবায়নের কথা জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে ২ হাজার একরজমি দেওয়া হয়েছে-যেখানে তাদের শরণার্থীদের পুনর্বাসনের কাজ চলছে।’ 

বোমার সভাপতি জয়ন্ত আচার্যের সভাপতিত্বে অনূষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। 

সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ মোতাহার, ফোকাস বাংলা নিউজ এজেন্সির চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমূখ।

অনুষ্ঠানে অনলাইন গণমাধ্যমে অনন্য ভূমিকা রাখায় আমাদের সময় ডটকম-এর সম্পাদক নাসিমা খান মন্টিকে সম্মাননা জানানো হয়। সাংবাদিকতায় দীর্ঘ ৬০ বছর অবদান রাখায় আজীবন সম্মাননা পান বরেণ্য সাংবাদিক আবেদ খান। সফল অনলাইন নিউজ পেপার (ইংরেজি দৈনিক) হিসেবে ডেইলি অবজারভারকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সম্মাননা পুরস্কার গ্রহণ করেন ডেইলি অবজারভারের সম্পাদক, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

অনুষ্ঠানে সফল রিপোর্টার হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার মোরসালিন নোমানীকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। দেশের সেরা অনলাইন পোর্টাল হিসেবে সম্মাননা পায় এনটিভি অনলাইন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer