Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

দৌলতদিয়া ও ইলিশা ফেরিঘাট সচল রাখার নির্দেশ নৌ-মন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ১৪ নভেম্বর ২০১৬

আপডেট: ০২:১০, ১৫ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

দৌলতদিয়া ও ইলিশা ফেরিঘাট সচল রাখার নির্দেশ নৌ-মন্ত্রীর

ঢাকা: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান রাজবাড়ীর দৌলতদিয়া ও ভোলার ইলিশা ফেরিঘাট সচল রাখতে আগামী বর্ষা মৌসুমের আগেই প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য বিআইডব্লিউটিএ-কে নির্দেশ দিয়েছেন।

সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে দৌলতদিয়া ও ইলিশা ফেরিঘাটের সার্বিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এই নির্দেশনা দিয়ে বলেন, ভাঙ্গন প্রবণ এলাকায় ব্যাংক প্রটেকশন ও বেসিন নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে দ্রুততর সময়ে ডিপিপি প্রণয়ন করে কাজ শেষ করতে হবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য কাজী কেরামত আলী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বিআইডব্লিটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer