Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দ্বিগুণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৩, ১৬ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দ্বিগুণ

ঢাকা : আমদানি খাতে ব্যয় বাড়তে থাকায় বাইরের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে ঘাটতি বেড়েই চলেছে। চলতি অর্থবছরের (২০১৭-১৮) জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে আমদানি ও রপ্তানির ব্যবধান বা বাণিজ্য ঘাটতি হয়েছে ১ হাজার ১৭৩ কোটি ডলার।

গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৬০৯ কোটি ডলার। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের চেয়ে বর্তমানে বাণিজ্য ঘাটতি প্রায় দ্বিগুণ।

বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেন ভারসাম্যের সবশেষ হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০১৭-১৮ অর্থবছরের ফেব্রুয়ারি শেষে ইপিজেডসহ রপ্তানি খাতে বাংলাদেশ আয় করেছে দুই হাজার ৪০৮ কোটি ৮০ লাখ ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় হয়েছে ৩ হাজার ৫৮২ কোটি ডলার।এ হিসাবে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার ১৭৩ কোটি ২০ ডলার।

গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬-১৭ অর্থবছরে বিভিন্ন পণ্য আমদানিতে বাংলাদেশ মোট চার হাজার ৩৪৯ কোটি ১০ লাখ টাকা ব্যয় করেছে।

গত অর্থবছর শেষে ঘাটতির পরিমাণ ছিল ৯৪৭ কোটি ২০ লাখ (৯ দশমিক ৪৭ বিলিয়ন) ডলার, যা ছিল সাত বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগের ২০১৫-১৬ অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৬৪৬ কোটি ডলার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer