Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

দেশের বাইরে প্রথম নৌ-ঘাঁটি স্থাপন করছে চীন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ১৩ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দেশের বাইরে প্রথম নৌ-ঘাঁটি স্থাপন করছে চীন

ঢাকা : প্রথমবারের মতো দেশের বাইরে নৌ-ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে চীন। আফ্রিকার শিং খ্যাত জিবুতিতে ঘাঁটি স্থাপনের জন্য ইতোমধ্যে সামরিক বাহিনী পাঠিয়েছে বেইজিং।

মঙ্গলবার সিনহুয়া জানায়, জিবুতিতে একটি সাপোর্ট বেস স্থাপন করতে সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী জাহাজগুলো চীনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ঝানজিয়াং থেকে রওনা হয়েছে।

বেইজিং বলছে, সোমালিয়া ও ইয়েমেন উপকূলের সাগরে শান্তিরক্ষা ও মানবিক মিশনে অংশগ্রহণকারী চীনা নৌবাহিনীর জাহাজগুলোতে সরবরাহ অব্যাহত রাখতে এ সামরিক ঘাঁটি স্থাপন করা হচ্ছে।

তবে, রাষ্ট্রপরিচালিত গ্লোবাল টাইমস জানায়, আনুষ্ঠানিকভাবে `সরবরাহ ঘাঁটি` বলা হলেও এটি একটি সামরিক ঘাঁটি।

মাত্র আট হাজার ৯শ` ৫৮ বর্গ মাইলের জিবুতি, সুয়েজ খালের রুটে লোহিত সাগরের দক্ষিণাঞ্চলীয় প্রবেশপথের পাশে অবস্থিত। ইথিওপিয়া, ইরিত্রিয়া ও সোমালিয়া দিয়ে ঘেরা এই ছোট দেশটিতে যুক্তরাষ্ট্র, জাপান ও ফ্রান্সের ঘাঁটিও আছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer