Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দেশের কিছু জায়গায় ভারি বর্ষণ হতে পারে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ১৫ অক্টোবর ২০১৭

আপডেট: ১১:৪০, ১৫ অক্টোবর ২০১৭

প্রিন্ট:

দেশের কিছু জায়গায় ভারি বর্ষণ হতে পারে

ঢাকা : দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম, খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এছাড়া সারা দেশে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

রোববার সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আকাশ আংশিক বা অস্থায়ীভাবে মেঘলা থাকার কথা বলা হয়েছে। সেই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে বাতাস বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না।

ঢাকায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer