Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

‘দেশে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে প্রধান বিচারপতি দায়ী থাকবেন’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ২৩ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘দেশে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে প্রধান বিচারপতি দায়ী থাকবেন’

ঢাকা : প্রধান বিচারপতি তার রায়ের পর্যবেক্ষণ অপসারণ না করলে, দেশে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার জন্য তিনি দায়ী থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু।

বুধবার দুপুরে রাজধানীতে যুবলীগ আয়োজিত এক শোক সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ভবিষ্যতে তার রায় থেকে জাতি সুষ্ঠু বিচার পাবে কি-না সে বিষয়ে শঙ্কিত বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আমির হোসেন আমু বলেন, এই সমস্ত পর্যবেক্ষণ অবিলম্বে অপসারণ করতে হবে। তা না হলে দেশে যা অবস্থা সৃষ্টি হবে তার জন্যে প্রধান বিচারপতি দায়ী থাকবে। একটি রাজনৈতিক বক্তব্য দিয়ে বিতর্কিত হওয়ার পর তার কাছ থেকে নিরপেক্ষ বিচার পাওয়া অসম্ভব। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer