Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

দেশকে এগিয়ে নিতে নারীদেরও অবদান রাখতে হবে : আমু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪১, ২৬ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দেশকে এগিয়ে নিতে নারীদেরও অবদান রাখতে হবে : আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদের অবদান রাখার আহবান জানিয়ে বলেছেন, মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি এদেশের নারীদেরও বিরাট অবদান ছিল।

শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় মাঠে কন্যা উৎসবের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, একটি বিশেষ গোষ্ঠী নারীদের পিছিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু পারেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটেছে।

কন্যা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ঝালকাঠি জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠির কৃতি কন্যা অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. নূরজাহান সরকার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশের মধ্যে এই প্রথম ঝালকাঠিতে ‘কন্যা উৎসব’ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ উৎসবে দেশ বিদেশের দুই হাজার নারী অংশ নেয়।

অনুষ্ঠানে রত্নগর্ভা মায়েদের সম্মাননা, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ঝালকাঠির কন্যাদের পদক প্রদান, ও সম্ভাবনাময়ী কৃতি কন্যাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer