Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দুপুরে মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১০, ২৩ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দুপুরে মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আলোচনা করতে সোমবার মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বেলা পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

প্রতিনিধি দলে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের দুই সচিব, একজন যুগ্ম সচিব, একজন উপ-সচিব, বিজিবি, পুলিশ ও অন্যান্য সংস্থার প্রতিনিধি থাকবেন।

সফরে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার বিষয়ে আলোচনার পাশাপাশি অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়েও আলোচনা হবে।

রোববার নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনায় অন্যান্য বিষয়ের সঙ্গে চলমান রোহিঙ্গা সমস্যাও এজেন্ডায় থাকবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer