Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

দুই দিনের সফরে ঢাকায় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩২, ১৫ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দুই দিনের সফরে ঢাকায় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

ঢাকা : দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছেছেন তিনি।

তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও ঢাকায় অবস্থানরত মালয়েশিয়ার কর্মকর্তারা।

রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থান করছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী। এদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি পাঠানো বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ নিজ দেশের বৈদেশিক কর্মসংস্থান বিষয়টিও দেখেন।

সোমবার সকাল ৮টায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে বিশেষ বিমানে সেখানে যাবেন। পরিদর্শন শেষে সোমবার দুপুরের পর মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী কক্সবাজারে থেকেই বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer