Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

দুই অর্থবছরে বিমানের মুনাফা ৬শ’ কোটি টাকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০৩:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

দুই অর্থবছরে বিমানের মুনাফা ৬শ’ কোটি টাকা

ঢাকা : জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ার লাইন্স উপর্যুপুরি দ্বিতীয় বারের মতো মুনাফা অর্জন করেছে। বিগত দুই অর্থ বছরে বিমান ৬শ’ কোটি টাকা মুনাফা অর্জন করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানের ২০১৫-১৬ অর্থবছরে কর পরবর্তী নীট মুনাফা অর্জন করেছে ২৭৬ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে কর পরবর্তী মুনাফার পরিমান ছিল ৩২৪ কোটি টাকা এবং ২০১৫-১৬ অর্থ বছরে বিমান রাষ্ট্রীয় কোষাগারে ৩১০ কোটি টাকা রাজস্ব কর প্রদান করেছে।

বিমান বাংলাদেশ এয়ার লাইন্স সুত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে বিমান যাত্রী বহন করেছে ২৩ লাখ ১৮ হাজার। যা আগের অর্থবছরে ছিল ২০ লাখ ২০ হাজার। কার্গো পরিবহন খাতে বিমান ২০১৫-১৬ অর্থ বছরে ৪০ হাজার ৯ শত মেট্রিক টন মালামাল পরিবহন করেছে।

যা পূর্ববর্তী অর্থবছরের চেয়ে ৭ শতাংশ কম। মূলত গত ৮ মার্চ যুক্তরাজ্য সরকারের কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা জারী করার কারণে কার্গো পরিবহন তুলনামূলক কিছুটা কম হয়েছে।

বিমানে গ্রাহকের আস্থা এবং যাত্রী সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ২০১৩-১৪ অর্থবছরে বিমান যাত্রী পরিবহন করেছিল ১৫ লাখ ৭১ হাজার। ২০১৪-১৫ অর্থবছরে ২০ লাখ ২০ হাজার এবং ২০১৫-১৬ অর্থবছরে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩ লাথ ১৮ হাজার। অর্থাৎ দুই বছরের ব্যবধানে বিমানে যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় ৮ লাখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer