Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

দীর্ঘ যানজটের কবলে পাটুরিয়া ফেরিঘাট এলাকা

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ১১:৫৮, ২৪ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দীর্ঘ যানজটের কবলে পাটুরিয়া ফেরিঘাট এলাকা

মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঈদে ঘরমুখী মানুষবাহী যানবাহনের বাড়তি চাপে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ১০টার পরে এই ফেরিঘাটে পরিবহনের জট শুরু হয়।

শনিবার সকাল থেকে ফেরিঘাটে আসা পরিবহগুলোকে ফেরি পার হতে তিন ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।

সকাল ১১টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে নৌ-রুট পারাপারের অপেক্ষায় যানবাহনের লাইন প্রায় চার কিলোমিটার দীর্ঘ হয়েছে। দীর্ঘ সময় যানবাহনে বসে থেকেও নৌ-রুট পারাপার হতে না পারায় ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিক ও বাস যাত্রীদের।

পাটুরিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নৌ-রুট পারাপারের অপেক্ষায় পাটুরিয়া ঘাট এলাকায় বাসের লাইন চার কিলোমিটার এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। যানবাহন ও যাত্রী পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে।

খুলনাগামী এক বাসযাত্রী জানান, প্রায় তিন ঘণ্টা ধরে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইনে বসে থেকেও ফেরির দেখা পাননি তিনি। যশোরগামী এক বাসের হেলপার জানান, গাবতলী থেকে সকাল সাড়ে ৭টায় রওনা হয়ে সকাল সাড়ে ১০টায় পাটুরিয়া ঘাট এলাকায় এসেছেন। এরপর থেকেই ফেরির অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইনে পড়েছেন। কখন ফেরিতে ওঠার সুযোগ পাওয়া যাবে সে বিষয়টিও জানা নেই বলে জানান তিনি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer