Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দিত যদি ফাঁসি

কাজী রকিবুল ইসলাম

প্রকাশিত: ০২:১১, ২৬ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দিত যদি ফাঁসি

নীল আকাশে উড়ছে মেঘের ধোঁয়া,
হেমন্তে লেগেছে বৃষ্টির ছোঁয়া।
সূর্যের তাপ কমতেই ঝরে কুয়াশা,
জীবনের গতি পথে গর্ত-কুয়া !
ভালোবাসা হাতছানি দেয়, দেয় না ছোঁয়া।
প্রেম নেই ভালোবাসা ভুয়া,
জীবনের মসৃণ পথ গিয়েছে খোঁয়া !
অপরাধীর চলছে দিন বার পোয়া।

বাইশ দিন পরে ধরছে ইলিশ
সেনাবাহিনীর হাতে অপরাধী ডি বি পুলিশ !!!
অনেকেই ভয়ে-ভয়ে করছে নালিশ,
শ্রেষ্ঠ অপরাধি একে অন্যকে করে মালিশ।
পুলিশ জনগণের বন্ধু নেই,সব ইবলিশ !

আইনের মানুষ অপরাধ করলেই দিত যদি ফাঁসি,
সমাজে নতুন করে মানুষের মুখে ফুটতো হাসি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer