Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দাবি না মানলে কাতারের সঙ্গে ‘পথ আলাদা হয়ে যাবে’ : আমিরাত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ২৪ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দাবি না মানলে কাতারের সঙ্গে ‘পথ আলাদা হয়ে যাবে’ : আমিরাত

ঢাকা : কাতার যদি আল-জাজিরা টিভি বন্ধ করাসহ উপসাগরীয় দেশগুলোর দাবি মেনে না নেয়, তাহলে তাদের ‘পথ আলাদা হয়ে যাবে` বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ।

সউদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরত ও বাহরাইন, এই চারটি দেশ মিলে কাতারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত হিসেবে মোট ১৩টি দাবি জানিয়েছে। এর মধ্যে আছে আল-জাজিরা টিভি বন্ধ করা, মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্ক ছিন্ন করা, ইরানের সাথে ঘনিষ্ঠতা কমানো এবং সেদেশে তুরস্কের একটি সামরিক ঘাঁটি বন্ধ করা।

তবে গারগাশ বলেন, কাতার দশদিনের আলটিমেটাম না মানলে যে তারা সংঘাতের পথে যাবেন তা নয়।

এই ১৩টি দাবির পর প্রথম প্রতিক্রিয়ায় কাতারের সরকার বলেছে, দাবিগুলোর কোনটাই যুক্তিসংগত বা বাস্তবায়নযোগ্য নয়।

কাতার বলেছে, এসব দাবির সাথে সন্ত্রাসবাদ মোকাবিলার কোন সম্পর্ক নেই, বরং এগুলোর লক্ষ্য হচ্ছে তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা।

অন্যদিকে আল-জাজিরা টিভির এক মুখপাত্র জামাল আল-শায়াল বলেছেন, আদের আদর্শের কণ্ঠরোধ করা যাবে না।

‘যেসব দেশে মানবাধিকার বা মতপ্রকাশের স্বাধীনতার রেকর্ড অত্যন্ত খারাপ তারাই আল-জাজিরার বিরুদ্ধে সন্ত্রাস উস্কে দেবার অভিযোগ করছে। এতে কেন আল-জাজিরাকে তারা সমস্যা বলে মনে করে তা বোঝা যায়।’

সত্রাসবাদ উস্কে দেবার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘যেসব দেশ উগ্রপন্থী সংগঠনগুলোর সৃষ্টি অথবা তাদের অর্থ সহায়তার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তাদের দিক থেকে এধরনের অভিযোগ উদ্ভট।’
`আল-জাজিরা যদি আল-কায়েদা, হামাস, বা মুসলিম ব্রাদারহুডের কণ্ঠস্বর হতো তাহলে আমরা টিভি চ্যানেল হিসেবে এত পুরস্কার পেতাম না।’

তিনি বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় রেখে তাদের কর্মীরা কাজ করে যাবেন এবং ‘ক্ষমতাবানদের সত্যের মুখোমুখি’ করার কাজ অব্যাবহত রাখবে।

আল-শায়াল বলেন, আল-জাজিরার আদর্শ হলো, জ্ঞান ও তথ্য জানার অধিকার সবারই থাকতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer