Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দাকোপের বানিশান্তাকে শতভাগ সৌর বিদ্যুত ইউনিয়ন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৫, ১৮ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দাকোপের বানিশান্তাকে শতভাগ সৌর বিদ্যুত ইউনিয়ন ঘোষণা

ছবি : বহুমাত্রিক.কম

খুলনা : জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নকে শতভাগ সৌর বিদ্যূতায়িত ইউনিয়ন হিসেবে ঘোষনা করা হয়েছে।

বানিশান্তা ইউনিয়নের চেয়ারম্যান সুদীপ কুমার বিশ্বাস বৃহস্পতিবার সোলার জেনারেটর বিতরণ অনুষ্ঠানে এই ইউনিয়নকে শতভাগ সৌর বিদ্যুতের ইউনিয়ন হিসেবে ঘোষনা করেন।

বানিশান্তা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে সোলার জেনারেটর বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রজত কান্তি সানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ বিশেষজ্ঞ, লেখক, গবেষক কালের কণ্ঠ খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী। স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ এনভায়রনমেন্ট ্এ্যান্ড ডেভলপমেন্ট সোসাইটির (বেডস) প্রধান নির্বাহি মাকসুদুর রহমান।

সেলার জেনারেটর ব্যবহার সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয়ে আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক জাহানারা মনি। সোলার জেনারেটর গ্রহণকারীদের মধ্যে বক্তব্য দেন, স্টিফেন হালদার, বুলু হালদার, নারায়ন চন্দ্র মন্ডল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেডস কর্মকর্তা সৌমিত্র চক্রবর্ত্তি।

বাংলাদেশ এনভায়রনমেন্ট ্এ্যান্ড ডেভলপমেন্ট সোসাইটির (বেডস) কোরিয়া গ্রীন ফাউন্ডেশন ও কমিউনিটি চেস্ট অব কোরিয়া এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের সাড়ে তিন হাজার পরিবারের মধ্যে এ সৌর বিদ্যুত বিতরন করেছে সংস্থাটি। তাছাড়া বানিশান্তা ইউনিয়ন পরিষদ ভবনে ৭ দশমিক ৫ কিলোওয়াট ও খেজুরিয়া বিনাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১ দশমিক ২ কিলোওয়াট উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার পাওয়ার স্টেশন স্থাপন করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer