Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

দাউদকান্দিতে পুলিশের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশিত: ০৯:৩৩, ২৩ জানুয়ারি ২০১৮

আপডেট: ০৯:৫৩, ২৩ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

দাউদকান্দিতে পুলিশের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ

কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাওন (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটক শাওনের কাছ থেকে একটি  পাইপগান উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শাওন উপজেলার গোপচর গ্রামের লেয়াকত আলী ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার নূরপুর গ্রামের গোমতী নদীতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় গোমতী নদীতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।



পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় শাওনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি পিস্তলসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer