Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

‘দলের কেউ কাজে বাধা দিলে জানাবেন, ব্যবস্থা নেবো’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৯, ২৬ জুলাই ২০১৭

আপডেট: ২০:০৮, ২৬ জুলাই ২০১৭

প্রিন্ট:

‘দলের কেউ কাজে বাধা দিলে জানাবেন, ব্যবস্থা নেবো’

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার, আওয়ামী লীগ ও হাইকোর্টের সিদ্ধান্ত হচ্ছে দেশের হাইওয়েতে ব্যাটারিচালিত সিএনজি, অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটি –এসব তিনচাকার যানবাহন চলতে পারবে না। ডিসি ও কমিশনারদের এ সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়নের নির্দেশ দিয়েছি আমি।’

বুধবার বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের সপ্তম অধিবেশন শুরু হয়। অধিবেশনে বক্তব্য রাখেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অধিবেশন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্দেশ পেয়ে ডিসিরা আমার কাছে অভিযোগ করেন, ‘রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন তাদের পক্ষে সম্ভব হয় না। তারা আইন অনুযায়ী কাজ করতে পারেন না। এ অভিযোগ পেয়ে আমি তাদের বলেছি, ‘আমি ওবায়দুল কাদের, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলছি, এ সিদ্ধান্ত বাস্তবায়নে যে নেতা আপনাদের বাধার সৃষ্টি করবে, তাৎক্ষণিকভাবে তা আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেবো।’

তিনি আরও বলেন, ‘একইসঙ্গে গাড়ির হুক, বাম্পার ও অ্যাঙ্গেল খুলে ফেলার জন্য জেলা প্রশাসকদের মাধ্যমে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। আমি বলেছি, এজন্য প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করুন। এটাও বলেছি, এসব সিদ্ধান্ত জেলা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন না হলে তা আলোর মুখ দেখবে না।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer