Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

দরিদ্র শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

মো: ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪৬, ২ জুন ২০১৮

আপডেট: ০২:৪৯, ২ জুন ২০১৮

প্রিন্ট:

দরিদ্র শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

ছবি : বহুমাত্রিক.কম

গোপালগঞ্জের সর্ব বৃহৎ ফেসবুক গ্রুপ পেজ গোপালগঞ্জের ফেরিওয়ালা। শুক্রবার বিকাল ৫টার সময় গোপালগঞ্জের ফেরিওয়ালা ফেসবুক গ্রুপ পেজের সদস্যরা মিলে গোপালগঞ্জ শহরের ঘোসেরচর মাদ্রাসা মাঠে তাদের প্রথম আলোচনা সভার মধ্য দিয়ে এই কার্যক্রমের সুচনা ঘটায়। পরে সমাজের গরীব ছাত্রদের কোরআন শরিফ বিতরণ করে ফেসবুক গ্রুপ ফেরিওয়ালা।  

আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা চাই গোপালগঞ্জের সকল ফেসবুক ব্যাবহারকারীকে আমাদের গ্রুপে এড করতে।আমরা চাই সকল সদস্যদের নিয়ে একটি সহনশীল সভ্য ও সচেতন ফেসবুক গ্রুপ তৈরি করে গরিব এতিম অনাথ শিশুদের প্রতি সাহায্যর হাত বাড়িয়ে দিতে।এতে করে সমাজের অনাথ শিশু ও ছাত্ররা তাদের ভাগ্য কে পরিবর্তন করতে পারবে আমাদের উৎসাহিতর মধ্য দিয়ে।

এলাকাবাসী জানান, আমরা তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই ও দোয়া করি তারা যেন তাদের লক্ষে পৌছাতে পারে।সত্যিকার অর্থে তাদের এ মহতি উদ্যোগের ফলে আজ আমরা গর্বিত।

স্থানীয় একজন বলেন, আমরা উপলব্ধি করতে পারছি যে আমাদের পাশে  বিত্তবানরা না থাকলে ও এলাকার যুবক ভাইয়েরা আমাদের পাশে আছে, আমাদের বিপদের মুহুর্তে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer