Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

দক্ষিণ এশিয় চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের তিন ছবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ২২ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১১:০৭, ২২ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

দক্ষিণ এশিয় চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের তিন ছবি

ঢাকা : দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি ছবি আমন্ত্রণ পেয়েছে। এগুলো হচ্ছে `ভুবন মাঝি`, `মাটির প্রজার দেশে` ও `লাইভ ফ্রম ঢাকা`।

কানাডার টরেন্টোতে অনুষ্ঠেয় এই উৎসবের পর্দা উঠবে আগামী ১১ মে। চলবে ২২শে মে পর্যন্ত। এবারের উৎসবে দক্ষিণ এশিয়ার ৪০টি ছবি প্রদর্শনের কথা রয়েছে।

ফখরুল আরেফিনের পরিচালনায় `ভুবন মাঝি` ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও ঢাকার অভিনেত্রী অপর্ণা ঘোষ। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবি মুক্তি পাবে মার্চ মাসে। উৎসবে ছবিটি প্রদর্শিত হবে ২১শে মে।

`মাটির প্রজার দেশে` ছবিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার প্রমুখ। আর ছবিটি পরিচালনা করেছেন বিজন। আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় `লাইভ ফ্রম ঢাকা` ছবিতে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও তাসনোভা তামান্না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer