Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

দক্ষতা শীর্ষক ঢাকা সম্মেলন ১১ ডিসেম্বর শুরু হবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ২৯ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দক্ষতা শীর্ষক ঢাকা সম্মেলন ১১ ডিসেম্বর শুরু হবে

ঢাকা : দক্ষতা এবং কর্মনিষ্ঠা ও সুকর্মপরিবেশ শীর্ষক তিন দিনের এক আন্তর্জাতিক সম্মেলন ১১ ডিসেম্বর ঢাকায় শুরু হবে।

দক্ষতা, কর্মসম্পাদনে যোগ্যতা এবং কর্মনিষ্ঠা ও সুকর্মপরিবেশ শীর্ষক এই সম্মেলনে সরকারি, আন্তর্জাতিক সংস্থা, মালিক ও শ্রমিক প্রতিনিধি যোগ দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করবেন বলে জানান বাংলাদেশ এ্যামপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) মহাসচিব ফারুক আহমেদ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিইএফ এবং ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এ্যাডুকেশন এই সম্মেলনের আয়োজন করছে।

বিইএফ মহাসচিব বলেন, সম্মেলনে ৪টি কারিগরি অধিবেশন ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

১৩ ডিসেম্বর হোটেল সোনারগাঁওয়ে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী এএমএ মুহিত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer