Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

দ. কোরিয়ার প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে রায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ৯ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দ. কোরিয়ার প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে রায়

ঢাকা : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের পক্ষে রায় দিয়েছে দেশটির পার্লামেন্ট।

দুর্নীতির অভিযোগ ওঠার ছয় সপ্তাহের মাথায় শুক্রবার পার্লামেন্টে এ সংক্রান্ত প্রস্তাব ২৩৪-৫৬ ভোটে অনুমোদন পেয়েছে। এর অর্থ পার্কের ক্ষমতাসীন দল সায়েনুরু পার্টির এমপিরাও তার বিপক্ষে ভোট দিয়েছেন। খবর বিবিসির।

অভিশংসনের পক্ষে ভোট বেশি পড়লেও এখনই তাকে সরতে হচ্ছে না। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী, পার্লামেন্টের সিদ্ধান্তের পর পার্কের ক্ষমতা আপাতত প্রধানমন্ত্রীর ওপর বর্তাবে। পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসনের যে সিদ্ধান্ত হয়েছে তাতে ১৮০ দিনের মধ‌্যে অনুমোদন দেবে দেশটির সাংবিধানিক আদালত।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পার্কের বিরুদ্ধে রাস্তায় নামে দক্ষিণ কোরিয়ার হাজারো জনতা। পার্কের ক্ষমতাকে ব্যবহার করে তার বিশ্বস্ত সহযোগী চয় সুন সিল বিভিন্ন বিষয়ে প্রভাব খাটিয়ে অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে পার্কের অভিশংসনের প্রস্তাব উত্থাপিত হয়। শুক্রবার ভোটে এমপিরা পার্কের সরে যাওয়ার পক্ষে রায় দেন।

সংসদের কমপক্ষে দুই-তৃতীয়াংশ ভোট পড়লেই পার্ককে অভিশংসন সম্ভব হতো। অর্থাৎ ৩০০ এমপির মধ্যে ২০০ এমপির ভোট লাগতো, যেখানে অভিশংসের পক্ষে পড়েছে ২৩৪টি ভোট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer