Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

থাইল্যান্ডে আকস্মিক বন্যায় কমপক্ষে ১১ জনের প্রাণহানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ৫ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

থাইল্যান্ডে আকস্মিক বন্যায় কমপক্ষে ১১ জনের প্রাণহানি

ঢাকা : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে আরো দু’জন নিখোঁজ রয়েছে। সোমবার স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়।

এছাড়া দুর্যোগ প্রতিরোধ ও মোকাবেলা বিভাগ থেকে বলা হয়েছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ১০ টি প্রদেশে বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এ দুর্যোগে ৬৮ টি জেলার এক লাখ ৫৭ হাজার ৫৮০ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে পুরো বর্ষাকাল শুরু হওয়ায় গত চারদিন ধরেই এ অঞ্চলে প্রবল বর্ষণ হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বন্যার কারণে চারটি ট্রেন রুট অচল হয়ে পড়েছে এবং দুই হাজার ৪শ’ হেক্টর কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিত প্রদেশগুলোতে ভূমিধসের ঘটনাও ঘটছে।

এ কারণে সরকারি সকল আশ্রয় কেন্দ্রকে দিক নির্দেশনা দিয়ে জরুরী বিবৃতি জারি এবং এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্ধার ও ত্রাণ দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী প্রাউত চান-ও-চা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সমন্বিত প্রচেষ্টা চালাতে স্থানীয় সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer