Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

তেলের দাম ৮০ শতাংশ বাড়াবে সৌদি আরব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ১৫ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

তেলের দাম ৮০ শতাংশ বাড়াবে সৌদি আরব

ফাইল ছবি

ঢাকা : তেলের সহজলভ্যতার কারণে সৌদি আরবে তেলের চেয়ে পানির দাম বেশি বলে মনে করেন অনেকেই। সেখানে যত সহজে জ্বালানি তেল পাওয়া যায় পানি তত সহজলভ্য নয়। কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্যপট অচিরেই বদলে যাবে।

কারণ এবার সে দেশই তেলের দাম বাড়াবে। মূলত রাজস্ব সংকটে পড়ে তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ বাজারে পেট্রল ও জেট ফুয়েলের দাম বাড়াবে সৌদি আরব।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পেট্রলের দাম প্রায় ৮০ শতাংশ বাড়ানো হবে। এর পাশাপাশি জেট ফুয়েলের দাম বাড়িয়ে আন্তর্জাতিক দামের সমপরিমাণ করা হবে।

আসছে জানুয়ারি থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হবে। মূলত জ্বালানি ভর্তুকি কমানোর পাশাপাশি অর্থনীতি শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়।

অন্যান্য ধরনের ফুয়েল এবং বিদ্যুতের শুল্কও বাড়ানো হবে আগামী বছরগুলোতে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় কয়েক বছর ধরেই রাজস্ব সংকটে আছে সৌদি আরব।

সূত্র : বিজনেস ইনসাইডার

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer