Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

তেলবাহী ট্যাংকার ডুবে ২ বাংলাদেশিসহ নিহত ৩০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ১৫ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

তেলবাহী ট্যাংকার ডুবে ২ বাংলাদেশিসহ নিহত ৩০

ফাইল ছবি

ঢাকা : মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের পর টানা নয়দিন জ্বলে ইরানের তেলের ট্যাংকারটি পূর্ব চীন সাগরে ডুবে গেছে।

চীনের সরকারি সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা থমসন রয়টার্স জানিয়েছে, এতে দুই বাংলাদেশি ছাড়াও ৩০ ইরানিয়ান নাবিক ছিলেন। এর মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে চীন সতর্ক করে দিয়ে বলেছিল, শানচি নামের ওই ট্যাঙ্কারটিতে যেকোনো মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে। সেই সঙ্গে এটি ডুবে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর এর মাধ্যমে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

পানামার পতাকাবাহী শানচি ট্যাঙ্কারটি ইরান থেকে তেল নিয়ে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিল। গত শনিবার রাতে চীনের সাংহাই উপকূল থেকে ১৬০ নটিক্যাল মাইল দূরে একটি মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের পর পরই ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত সংঘর্ষের আসল কারণ জানা যায়নি।

শানচি ট্যাঙ্কারটি এক লাখ ৩৬ হাজার টন অতি হালকা অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম উপজাত কনডেনসেট পরিবহন করছিল। সেইসঙ্গে এতে ছিল প্রচুর পরিমাণে ভারী ও বিষাক্ত জ্বালানি। আর এসবই সাধারণ অপরিশোধিত তেলের তুলনায় অনেক বেশি বিস্ফোরক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer