Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

তুষারপাতে ঢেকে যাবে চীনের উত্তরাঞ্চল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১৯:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

তুষারপাতে ঢেকে যাবে চীনের উত্তরাঞ্চল

ঢাকা : চীনের উত্তরাঞ্চলের কিছু এলাকায় আগামী তিনদিন প্রচন্ড তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এতে ওই সব এলাকা একেবারে বরফে ঢেকে যেতে পারে। জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা শনিবার একথা জানায়।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত জিনজিয়াং উইঘুর স্বায়ত্বশাসিত অঞ্চল, ইনার মঙ্গলিয়া স্বায়ত্বশাসিত অঞ্চলের পাশাপাশি কিনঘাই, জিলিন ও লিয়াওনিং প্রদেশে হালকা থেকে ভারী তুষারপাত হতে পারে।

আবহাওয়া কেন্দ্রটি আরো জানায়, ইতোমধ্যে শুক্রবার থেকে জিনজিয়াং ও হিলংজিয়াং প্রদেশে হালকা তুষারপাত দেখা যাচ্ছে। কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, কমপক্ষে আগামী তিনদিন ধরে তুষারপাত হতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer