Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

তিনঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে মোরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৮, ৩০ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

তিনঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে মোরা

ঢাকা : তিনঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশ সীমা অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

মঙ্গলবার ভোর ৬টায় ঘূর্ণিঝড়টি কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করা শুরু করে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হতে পারে। মোরার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আগামী দুই থেকে তিনঘণ্টার মধ্যে এটি বাংলাদেশ সীমা অতিক্রম করবে। এবং যে শক্তি সঞ্চয় করছে তা ধীরে ধীরে কমবে।

বেলা ১১টার দিকে তিনি ফের পরবর্তী পরিস্থিতি জানা যাবে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer