Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

তিন দিনব্যাপী রাধারমণ সঙ্গীত উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ১৫ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

তিন দিনব্যাপী রাধারমণ সঙ্গীত উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার

ঢাকা : বাংলা লোকসঙ্গীতের পুরোধা, সাধক কবি, বৈষ্ণব বাউল ও ধামাইল নৃত্যের প্রবর্তক রাধারমণ দত্তের লোকগান নিয়ে ‘রাধারমণ সঙ্গীত উৎসব-২০১৭’ বৃহস্পতিবার শুরু হচ্ছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র উন্মুক্ত মাঠে বিকেল ৫টায় একুশে পদকপ্রাপ্ত লোকগানের প্রবীণ শিল্পী সুষমা দাশ তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন।


অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন প্রধান অতিথি এবং পিএসসি’র সদস্য সমর পাল, সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, তথ্য সচিব মরতুজা আহমেদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বিশেষ অতিথি থাকবেন।

উৎসব চলবে ১৮ নভেম্বর, শনিবার পর্যন্ত। প্রতিদিনের অনুষ্ঠান বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী সুষমা দাশকে সংবর্ধনা জানানো হবে।

অনুষ্ঠানে ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিপুল সংখ্যক বাউল, সঙ্গীতশিল্পী ও সংগীতদল অংশগ্রহণ করবে।

রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবটি প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিৎ সেনগুপ্ত ও সংগীতজ্ঞ করুণাময় গোস্বামী’র স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer