Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

‘তারেককে বিতর্কিত করতে সরকার নিজেই ফাঁদে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ২৫ এপ্রিল ২০১৮

আপডেট: ১৪:৫৬, ২৫ এপ্রিল ২০১৮

প্রিন্ট:

‘তারেককে বিতর্কিত করতে সরকার নিজেই ফাঁদে’

ছবি : সংগৃহীত

ঢাকা : তারেক রহমানকে বিতর্কিত করতে গিয়ে সরকার ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে করা মানববন্ধনে তিনি একথা বলেন।

বুধবার সকালে ১১টায় মানববন্ধন করার থাকলেও একঘণ্টায় আগেই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে জড়ো হন নেতাকর্মীরা। মানববন্ধনে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা।

ফখরুল বলেন, ‘ঐক্যবদ্ধ থেকেই আমাদের আন্দোলন করতে হবে। আর এই আন্দোলনের দ্বারাই আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। আমরা তার মুক্তি চাই।’

তিনি বলেন, ‘আপনারা ইতিমধ্যেই দেখেছেন, তারেক রহমানের নাগরিত্বের প্রশ্ন উঠেছে, এই বিতর্ক সৃষ্টি করে সরকার নিজেরাই নিজেদের গহ্বরে পড়েছেন। কারণ কোনমতে ব্রিটিশ আইনের মধ্যে পাসপোর্টকে নাগরিকত্ব বর্জন দেয়ার কোন কারণ নেই। নাগরিকত্ব কখনো কেউ বর্জন দেয় না।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer