Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

তারেক ও মিশুক নিহতের মামলার বাসচালকের যাবজ্জীবন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ২২ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১৩:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

তারেক ও মিশুক নিহতের মামলার বাসচালকের যাবজ্জীবন

ঢাকা : সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলার রায়ে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সেই সঙ্গে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
বাসচালক জামির হোসেন এখন জামিনে মুক্ত আছেন।

২০১১ সালের ১৩ই অগাস্ট ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জোকা এলাকায় বিপরীতগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।

এ দুর্ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ মামলার রায় দিয়েছে।ঐ দুর্ঘটনার পর বাংলাদেশে সড়কপথে নিরাপত্তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল।

বিবিসি বাংলা 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer