Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

তামিমের সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে রানের পাহাড়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ২৭ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

তামিমের সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে রানের পাহাড়

ঢাকা : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৩৪২ রানের বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ।

শনিবার বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪১ রান সংগ্রহ করে মাশরাফিরা।

বাংলাদেশের পক্ষে তামিম ১০২ রান করেন। তার ৯৩ বলের ঝলমলে ইনিংসটি ছিল ৯টি চার ও ৪টি ছক্কায় সাজানো।

এছাড়া ইমরুল কায়েস ৬১, মুশফিক ৪৬ রান করেন।

পাকিস্তানের পক্ষে জুনায়েদ খান ৭৩ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া হাসান আলী ও শাদাব খান ২টি করে উইকেট পান।

দলীয় ২৯ রানে সৌম্য সরকারের বিদায়ের পর দলের হাল ধরেন তামিম-কায়েস। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ১৪২ রান সংগ্রহ করে দলকে বড় স্কোরের স্বপ্ন দেখান। দলীয় ১৬৯ রানে শাদাব খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ইমরুল কায়েস। তার ৬২ বলে করা ৬১ রানের ইনিংসটি ৮টি চারে সাজানো।

৩৪তম ওভারে শাদাব খানের শিকার হন তামিম ইকবাল। জুনায়েদ খানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী এ ব্যাটসম্যান।

৩৭তম ওভারে জুনায়েদ খানের বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক। তিনি ৩৭ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।

এদিকে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে থেকেই প্রস্তুতিমূলক ম্যাচ শুরু করছে বাংলাদেশ।

৪৪তম ওভারের হাসান আলীর বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ (২৭)। একই ওভারে শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে হাসান আলীর দ্বিতীয় শিকারে পরিণত হন সাকিব আল হাসান (২৩)।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer