Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

‘তাজিয়া মিছিলে সঙ্গে নেয়া যাবে না ছুরি, কাঁচি ও বল্লম’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ২৯ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘তাজিয়া মিছিলে সঙ্গে নেয়া যাবে না ছুরি, কাঁচি ও বল্লম’

ছবি-সংগৃহীত

ঢাকা : এবারের আশুরার তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি ও বল্লম নেয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার সকালে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের ডগ স্কোয়াড শাখার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। আসন্ন পূজা এবং আশুরায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, `আমরা পুলিশ, র‍্যাব এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা মণ্ডপের আলাদা আলাদা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করবো। হোসনি দালান থেকে যে মিছিলটি বের হয় তারা অতিতে দা, কাঁচি, ছুরি বল্লম এবং শিকল দিয়ে বেধে বের হতো। তাদেরকে পাইক বলে।

আমরা এইসব পাইকদের ডেকে বলেছি এখন নিরাপত্তার কারণে এইসব ছুরি, কাঁচি দা নিয়ে মিছিল করা যাবে না। এটা কোন ধর্মীয় অনুশাসন না। তারা এরইমধ্যে আমাদের কথা দিয়েছে এই ধরনের কাজ তারা করবে না।`

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer