Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

তরুণদের স্বপ্নপূরণের পথ দেখালেন ড. ওয়ালী ও আবু মিরন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৩, ২ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০৩:০৬, ২ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

তরুণদের স্বপ্নপূরণের পথ দেখালেন ড. ওয়ালী ও আবু মিরন

ছবি: বহুমাত্রিক.কম

সিলেট : সিলেট ক্যামব্রিয়ান কলেজে “স্টুডেন্ট’স ক্যারিয়ার ডেভেলপমেন্ট” বিষয়ের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার এস.এ.ও ফাউন্ডেশন এর উদ্যোগে ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের আয়োজনে নগরীর সুবিদ বাজারে অবস্থিত কলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

এস.এ.ও ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশ কমার্স এন্ড ইন্ডাস্টিজের প্রেসিডেন্ট, সিলেট ওমেন মেডিকেল কলেজের চেয়ারম্যান ‘জাস্টিস অফ পিস’ ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্কটল্যান্ড এডেনবড়া লিথ লিইংক এর কমিউনিটি কাউন্সিলর, লন্ডন বাংলা প্রেস ক্লাব এর সদস্য, গ্লোবালেক্স সলিউসন এর পরিচালক প্রবাসী উদ্যোক্তা রোটারিয়ান আবু মিরন।

সেমিনার উপস্থাপনা করেন, অধ্যাপক খয়রুন নেছা চৌধুরী নাজ ও এস.এ.ও ফাউন্ডেশনের পরিচালক প্রভাষক মবরুর আহমদ সাজু।

সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাজুল আহমদের পাবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

 

সেমিনারে বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক মাহফুজুর রহমান, প্রভাষক মির্জা বশির আহমদ, প্রভাষক মাহবুবা আক্তার, প্রভাষক মিশন দত্ত, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জমশের আলী ওয়াফী ও আমীন আহমদ জয়।

সেমিনারের বিশেষ অতিথি আবু মিরন পেশা কি, কেন এবং কিভাবে স্বপ্নের পেশার বাস্তবায়ন সম্ভব-তা নিয়ে বিশদ আলোচনা করেন। 

প্রধান অতিথি ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই তাঁর সাফল্যময় জীবনের কথা তুলে ধরে শিক্ষার্থীদের নিজ নিজ স্বপ্ন বাস্তবায়নে নিরস্তর সাধনা-প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer