Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

‘তরুণ গবেষকরাই এগিয়ে নেবে জীবপ্রযুক্তির সম্ভাবনাকে’

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৬, ৩০ জানুয়ারি ২০১৮

আপডেট: ০২:২০, ৩০ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

‘তরুণ গবেষকরাই এগিয়ে নেবে জীবপ্রযুক্তির সম্ভাবনাকে’

-সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীদের ফটোসেশন। ছবি : মেহেদি হাসান তুষার

ঢাকা : ‘বাংলাদেশের তরুণ গবেষকরা প্রচুর ভাল কাজ করছে। আমরা যদি সবাই মিলে আমাদের পরবর্তী প্রজন্মকে সহায়তা দিয়ে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি-তবে এখানকার বিজ্ঞান গবেষণা অন্যরকম উচ্চতায় চলে যাবে।’

এশিয়ান ফেডারেশন অব বায়োটেকনোলজিস্ট (এএফওবি) এর দশম আঞ্চলিক সিম্পোজিয়ামের ৩ দিনব্যাপি আয়োজনের সমাপনী দিনে বহুমাত্রিক.কম-কে এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসান।

সিম্পোজিয়ামের সাংগঠনিক কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করা জ্যেষ্ঠ এই গবেষক ও শিক্ষক বলেন, ‘জীবপ্রযুক্তি কিন্তু অনেক বড় এরিয়া। মেডিকেলে আছে, এগ্রিকালচারে আছে, ইন্ড্রাস্ট্রিতে আছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে- ভাল কিছু করে আমরা যেন দেশের অর্থনীতির যাতে উন্নতি করতে পারি।’

বাংলাদেশে এই সিম্পোজিয়াম আয়োজনের পরিকল্পনাটা কিভাবে হয়-প্রশ্ন ছিল অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসানের কাছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে এএফওবি’র মূল দায়িত্বে হলেন অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক। বিগত বছরগুলোতে তিনি এএফওবি-তে গিয়ে তিনি যোগসূত্র স্থাপন করে আসেন। এবং আজকে তিনি একে বাংলাদেশে নিয়ে আসছেন। তিনি সব জীববিজ্ঞানীদের নিয়ে এই কাজটা এতদূর এগিয়ে এনেছেন।’

সরকারি পর্যায় থেকে কতটা সহায়তা মিলছে বিজ্ঞান গবেষণায়?-এমন প্রশ্নে ড. চৌধুরী রফিকুল আহসান বলেন, ‘আসলে বর্তমান সরকার বিজ্ঞানের জন্য যতটা ফান্ডিং করছে, অতীতে এতটা হয়নি। আপনি দেখবেন যে, সরকারি-বেসরকারি লেভেলে প্রতি বছর মিনিস্ট্রি অব এডুকেশন, মিনিষ্ট্রি অব সাইন্স অ্যান্ড টেকনোলজিসহ বিভিন্নভাবে আমরা ফান্ড পাচ্ছি। নিশ্চয় আমরা সরকারের সহায়তার জন্যই ভাল কাজ করতে পারছি। এই সম্মেলনের মাধ্যমে জীবপ্রযুক্তি বিষয়ে সরকারের কাছে-সাধারণ মানুষের কাজে আমাদের মেসেজটা আরও ভালভাবে পৌছে দিতে পারব।’

এই সিম্মোজিয়ামে কতজন গবেষক প্রবন্ধ উপস্থাপনের সুযোগ পেলেন? এসব গবেষণার বিষয়ে আপনারা কতটা আশাবাদী?- প্রশ্নে সিম্পোজিয়ামের সাংগঠনিক সচিব বললেন, ‘সিম্পোজিয়ামে সারাদেশ থেকে, দেশের আনাচে কানাচে থেকে গবেষকরা এসেছেন যোগ দিতে। উপস্থাপিত গবেষণা নিবন্ধের সংখ্যা ২১০টি। এতে প্রমাণিত হচ্ছে যে দেশে জীবপ্রযুক্তি গবেষণার কাজ হচ্ছে, তাই তারা গবেষণা নিবন্ধ নিয়ে আসতে পেরেছেন।’

বাংলাদেশে জীবপ্রযুক্তি গবেষণা কতদূর এগিয়েছে বলে আপনি মনে করেন-এমন প্রশ্নে ড. চৌধুরী রফিকুল আহসান বলেন, ‘সত্যিকথা বলতে-গবেষণার তো শেষ নেই। আজকে যেটা মনে করছি ভাল, নিশ্চয় কাল এটাকে ভাল বলার কারণ নাও থাকতে পারে। স্বাধীনতার পর যা জনসংখ্যা ছিল বর্তমানে তার দ্বিগুণেরও বেশি। তাও খাবারের অভাব হয় না। নিজেরা স্বয়ংসম্পূর্ণ ধানে ও অন্যান্য কৃষিপণ্যে।’
তিনি আরও বলেন, ‘এখানে যাঁরা প্রবন্ধ উপস্থাপন করেছেন-তাদের বেশিরভাগই তরুণ। এদেরকে যদি আমরা সহায়তা করতে পারি-উৎসাহ দিতে পারি; তাহলে এই ধরণের সিম্পোজিয়াম আরও বেশি করে আয়োজন সম্ভব হবে।

‘অর্থনীতির উন্নয়নে জীবপ্রযুক্তির উদ্ভাবন’ শীর্ষক প্রতিপাদ্যে গত শনিবার আন্তর্জাতিক এই সিম্পোজিয়াম শুরু হয়। রোববার এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরি সিনেট ভবনে আয়োজিত এই সিম্পোজিয়ামে চীন, কোরিয়া, জাপান, ভারত, মালয়েশিয়া, ফিলিফিনসহ এশিয়ার অন্যান্য দেশের ৬০ জন অংশগ্রহণকারীসহ ৩০০জন শীর্ষ গবেষক ও বিজ্ঞানী এতে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের আয়োজনে এই সিম্পোজিয়ামে দেশের সকল বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর জীবপ্রযুক্তি সংশ্লিষ্টরা এত যোগ দেন। এতে কৃষি, পরিবেশ, স্বাস্থ্য ও শিল্পক্ষেত্রে জীবপ্রযুক্তির সবশেষ গবেষণা ফল সিম্পোজিয়ামে উপস্থাপন করেন গবেষকরা।

এশিয়ান ফেডারেশন অব বায়োটেকনোলজিস্ট (এএফওবি) এর বাংলাদেশ অঞ্চলের প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক এই আয়োজনে নেতৃত্ব দেন। তিনদিনের এই সিম্পোজিয়াম আয়োজনে সহযোগিতা দিচ্ছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer