Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

তথ্য না দেয়ার মামলায় তাহমিদের খালাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৪, ১৬ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

তথ্য না দেয়ার মামলায় তাহমিদের খালাস

ঢাকা : রাজধানীর হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার তদন্তে পুলিশকে তথ্য না দেয়ার অভিযোগে তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নন প্রসিকিউশন মামলায় খালাস দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।

এর আগে ৬ এপ্রিল রায় ঘোষণার দিন ধার্য ছিল। রায় প্রস্তুত না হওয়ায় ১৬ এপ্রিল রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান।

২০১৬ সালের ১৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম নুর নবী ১৮ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

২৮ সেপ্টেম্বর ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক মো. হুমায়ুন কবীর তাহমিদের বিরুদ্ধে গুলশানের হামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় ৫৪ ধারায় অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন এবং সরকারি কর্মচারীর নোটিশের জবাব না দেয়ায় একটি নন প্রসিকিউশন (দণ্ডবিধি ১৭৬ ধারা) মামলা করেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer